চট্টগ্রামঃ গত ১৬ বছরে শিক্ষার্থীদের ‘বানোয়াট’ ইতিহাস পড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
রবিবার (১৭ নভেম্বর) নগরের হালিশহর মহব্বত আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষাখাতে দেশ পিছিয়ে গেছে দাবি করে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘গত ১৬ বছর আমরা দেখেছি শিক্ষার নামে বিভিন্ন ধরনের নৈরাজ্য হয়েছে, চাঁদাবাজি হয়েছে। আমার ভাই-বোনদের (শিক্ষার্থী) বইয়ে বানোয়াট ইতিহাস পড়ানো হয়েছে। এখানে শিক্ষক-শিক্ষিকা যারা আছেন মনে রাখবেন, বিগত সরকারের সময় মাদকাশক্তিতে অনেক ছেলে নষ্ট হয়ে গেছে। অনেকে বিভিন্নভাবে খারাপ ছেলের সংস্পর্শে এসে খারাপ হয়ে গেছে। কিশোর গ্যাং কালচার তৈরি হয়েছে ওই সরকারের আমলে।’
মেয়র বলেন, নৈতিক শিক্ষায় শিক্ষিত না হলে সমাজকে কিছু দিতে পারবো না। পড়াশোনা করে আজকে আমি ডাক্তার হয়েছি। তবে ডাক্তার হয়ে যখন মানবিক হবো না, একটা গরীব রোগীকে চিকিৎসা বিনামূল্যে দিতে পারবো না; তখন এই শিক্ষার কোন দাম নেই। একজন শিক্ষক একটা মেধাবী গরীব ছাত্রকে বিনামূল্যে পড়াতে না পাড়লে উনার শিক্ষার কোন দাম নেই। এভাবে প্রতিটি পেশাতে মানবিক-সামাজিক এবং সমাজের সত্যিকারের দায়িত্ব পালন করার আগে অবশ্যই নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।’
আরো ২ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মেয়র
এদিন, ২৬ নম্বর হালিশহর ওয়ার্ডের কিচেন মার্কেট কাম কমিউনিটি সেন্টার নির্মাণ প্রকল্প এবং ৩৭ নম্বর ওয়ার্ডস্থ জরিনা মফজল কলেজ সংলগ্ন ২.৩ কিলোমিটার দৈর্ঘ্যের রোড ড্রেনসহ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
কিচেন মার্কেট এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করবে উল্লেখ করে মেয়র বলেন, ‘যেহেতু কোন কমিউনিটি সেন্টার বা বড় মার্কেট এ এলাকায় ছিল না। তাই চমৎকার একটা মার্কেট এই এলাকায় করে দেওয়া হচ্ছে, যাতে করে এলাকাবাসীর সুবিধা হয়। এ আধুনিক বিল্ডিং এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করবে, নাগরিক সুবিধা বৃদ্ধি করবে।’
এসময় ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডে পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের হাজিরা নেন এবং বিভিন্ন এলাকায় নাগরিকদের কাছে এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে মতবিনিময় করেন। এরপর মেয়র নগরের সিআরবি এলাকার ভাঙ্গা সড়ক মেরামতের কাজ পরিদর্শন করেন এবং প্রকৌশল বিভাগকে দ্রুত নগরের ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত করার নির্দেশ দেন।
আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী মারুফসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.