এইমাত্র পাওয়া

প্রাইমারি সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবি বাস্তব সম্মত নয়: গণশিক্ষা উপদেষ্টা

সিলেটঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাইমারি সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে সেই সাথে প্রাইমারি প্রধান শিক্ষকরা এখনো ১০ম গ্রেড পাননি। তাই প্রাইমারি সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবি বাস্তব সম্মত নয়। তবে তাদের দাবি অযৌক্তিক নয়।

১৭ নভেম্বর রোববার বেলা ১২টার দিকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আমাদের প্রথম টার্গেট হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষকরা যাতে ১০ গ্রেড পান। সহকারী প্রধান শিক্ষকের পদ তৈরি করছি আমরা । প্রাইমারি সহকারী শিক্ষকরা পদোন্নতি পাবেন সহকারী প্রধান শিক্ষক পদে। ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে ১০ম গ্রেড পাবেন তারা । তবে দাবি বাস্তবসম্মত নয় এখন।

তিনি বলেন, আমাদের দেশে বিগত কয়েক বছর ধরে বই উৎসব করি। বাচ্চাদের বই দিয়ে থাকে। পরিবর্তিত পরিস্থিতির কারণে বই তৈরি করা, বই ছাপাতে দিতে কিছু দেরি হয়েছিল। বই গুলোতে কিছু কিছু পরিবর্তন প্রয়োজন ছিল। যে পান্ড সিলেলিপি তৈরি করা হয়েছিল তা কিছুটা পরিমার্জন করা হয়েছে। সে কারণে বিলম্ব হয়েছে। তবে দেরি হলেও আগামী বছর জানুয়ারিতেই বিনামূল্যে বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা।

এর আগে সকালে একদিনের সফরে সিলেট এসে পৌঁছান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.