এইমাত্র পাওয়া

বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি.আর্ক প্রোগ্রামের ডুয়েটে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৭ নভেম্বর শুরু

ঢাকাঃ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি.আর্ক প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ ও ১৮ নভেম্বর (রবিবার ও সোমবার) অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আগামী ১৭ নভেম্বর (রবিবার) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, আর্কিটেকচার বিভাগ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৮ নভেম্বর (সোমবার) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, মেটেরিয়াল্স এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ডুয়েটের সহকারী পরিচালক মো. জিয়াউল হক শুক্রবার বিকেলে এ তথ্য জানান। তিনি আরো জানান, ভর্তি বিষয়ক যে কোন তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.