এইমাত্র পাওয়া

মাউশির আট আঞ্চলিক কার্যালয়ে নতুন ডিডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আট আঞ্চলিক কার্যালয়ে নতুন উপপরিচালক (ডিডি) পদে আটজনকে নতুন পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব ইয়ানুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।

 একই প্রজ্ঞাপনে বরিশাল, খুলনা ও ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালককে মাউশিতে সংযুক্ত  করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মাউশির ঢাকা আঞ্চলিক কার্যালয়ে উপ-পরিচালক হিসেবে পদায়ন পেয়েছেন ড. মো. মোস্তাফিজুর রহমান। তিনি ঢাকার শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

তাছাড়া খুলনা আঞ্চলিক কার্যালয়ে উপ-পরিচালক হয়েছেন মো. কামরুজ্জামান, কুমিল্লায় মো. আরিফুল ইসলাম, বরিশালে মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, রংপুরে আবদুর রশীদ, সিলেটে এ কে এম আবদুল্লাহ, ময়মনসিংহে মোহা. নাসির উদ্দীন ও চট্টগ্রামে মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী নিয়োগ পেয়েছেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.