এইমাত্র পাওয়া

শিক্ষক সংকট, ক্লাস নিচ্ছেন উপাচার্য নিজেই: বেরোবি

রংপুরঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষক সংকট থাকায় ক্লাস নিতে শুরু করেছেন উপাচার্য প্রফেসর ড.শওকাত আলী।

বুধবার (১৩ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, সকালে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের নবীন ব্যাচের ক্লাস নিচ্ছেন তিনি। শিক্ষার্থীদের ক্লাস শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ শুরু করেন।

গণিত বিভাগে নবীন শিক্ষার্থীরা জানান, গত ৪ নভেম্বর থেকে উপাচার্য তাদের ক্লাস নিচ্ছেন। তিনি প্রতিদিন সকাল ৯ টায় ক্লাস নেন। শিক্ষার্থীরা বলছেন, আমাদের খুবই সৌভাগ্য যে আমরা এসেই প্রথম ক্লাস টা ভিসি স্যারের পেয়েছি। স্যার খুবই ভালো ক্লাস নেন। ক্লাসে মনেই হয় না যে ভিসি স্যার ক্লাস নিচ্ছেন।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংকট প্রকট। এইদিকে আবু সাঈদ হত্যাকাণ্ডের জড়িত দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। সেখানে গণিত বিভাগের মশিউর রহমান একজন। শিক্ষার্থীদের যাতে ক্ষতি না হয় সে জায়গায় থেকে ক্লাস নিচ্ছি।

তিনি আরও বলেন, ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ ক্লাস নেওয়ার ঘোষণা এসেছে। সেখানে আমরা কেনো পারব না। তাদের তুলনায় তো আমাদের শিক্ষক সংকট প্রকট। আমরা প্রয়োজনে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকেও ক্লাস নেওয়ার ব্যবস্থা করব।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.