এইমাত্র পাওয়া

ছাত্র আন্দোলনে মাথায় আঘাত পাওয়া শিক্ষার্থীদের চিকিৎসা মিলবে ঢাবিতে

ঢাকাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর যেসব শিক্ষার্থী মাথায় আঘাত পেয়েছেন, তাদের নিউরোসাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশন সার্ভিস দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নিউরোসাইকোলজি ল্যাব/ব্রেইন ইনজুরি ক্লিনিক।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মাথায় বা মস্তিষ্কে আঘাতজনিত কারণে রোগীর মধ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদি জ্ঞানীয়, আবেগীয় ও আচরণগত সমস্যা তৈরি হতে পারে, যার ফলে ওই ব্যক্তির জন্য প্রাত্যহিক জীবনের কর্মকাণ্ডের সঙ্গে খাপ খাইয়ে চলা কঠিন হতে পারে এবং তার মধ্যে নানাবিধ মানসিক সমস্যা দেখা দিতে পারে। নিউরোসাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশনের মাধ্যমে রোগীর এসব ঝুঁকি কমানো এবং স্বাভাবিক কর্মজীবনে ফিরে যাওয়ার ক্ষেত্রে এ সেবা খুবই গুরুত্বপূর্ণ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের রোগীকে চিকিৎসা গ্রহণের জন্য- নিউরোসাইকোলজি ল্যাব/ব্রেইন ইনজুরি ক্লিনিক, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, কক্ষ নং-৫১৩, ৫ম তলা, কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.