এইমাত্র পাওয়া

শিক্ষক ডা. আসিয়াকে বদলি, আদেশ প্রত্যাহারের দাবি ডিএমসি শিক্ষার্থীদের

ঢাকাঃ ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ফার্মাকোলজি বিভাগের শিক্ষক ডা. আসিয়া ফেরদৌসকে বদলি করায় প্রতিবাদ সমাবেশ করেছেন মেডিকেলের শিক্ষার্থীরা। একইসঙ্গে বদলির আদেশ প্রত্যাহার করার দাবি জানিয়েছেন তাঁরা।

আজ শনিবার (৯ নভেম্বর) ঢাকা মেডিকেলের ডা. মিলন চত্বরে এ প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

প্রতিবাদ সমাবেশে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা বলেন, ‘সরকারি চাকরিতে বদলি খুবই স্বাভাবিক একটি ঘটনা। তবে ডিএমসির মতো দেশসেরা প্রতিষ্ঠানে এমডি ডিগ্রিধারী বেসিক সাবজেক্টে যোগ্য শিক্ষকের অনেক অভাব। তাও আবার যিনি শিক্ষার্থীদের সঙ্গে অসম্ভব রকমের বন্ধুত্বপূর্ণ আচরণ করেন।’

তাঁরা আরও জানান, ‘আমরা যতদূর জানি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে থাকা গুটিকয়েক শিক্ষকের মধ্যে তিনি একজন। তাঁর ফেসবুক প্রোফাইল পিকচার চেঞ্জ করা নিয়েও অনেক কাহিনী হয়েছে ৫ আগস্টের আগে, তা ভাবতেও অবাক লাগে। তাই আমরা মনে করি, এমন একজন শিক্ষককে ডিএমসিতে রাখা ঢাকা মেডিকেল এবং শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরি।’

শিক্ষার্থীরা বলেন, ‘আগে শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে থাকা অপশক্তিদের অপসারণ করা হোক, তারপরে অন্যদের স্বাভাবিক বদলি করা হোক।’

তাঁরা আরও বলেন, ‘ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের একজন শিক্ষক আন্দোলনে কঠোর বিরোধিতা করা সত্ত্বেও এখনও তিনি ডিএমসি ক্যাম্পাসে মাথা উঁচু করে ঘুরে বেড়ান। এছাড়া আরও অনেকে আছেন যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, তাঁদেরকে বদলি করার ব্যবস্থা গ্রহণ করা হোক। তারপরও ডা. আসিয়া ম্যামের মতো যোগ্য শিক্ষককে ঢাকা মেডিকেলে রাখা হোক।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.