ঢাকাঃ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০২৩ এর ৩য় ধাপের ( ঢাকা ও চট্টগ্রাম) চূড়ান্ত ফলাফল প্রত্যাশীরা আগামীকাল ১০ নভেম্বর মিরপুর -২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে সকল শূন্যপদ পূরণসহ পুনরায় ফলাফল প্রকাশের দাবিতে অনশন ও লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন।
গতকাল শুক্রবার (৮ নভেম্বর) ৩য় ধাপের রেজাল্ট প্রত্যাশী রোমানা ইসলাম এ তথ্য জানান। এর আগেও গত ৩ নভেম্বর তারা এ কর্মসূচি পালন করছেন।
গত ৩১ অক্টোবর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ এর ৩য় ধাপ ( ঢাকা ও চট্টগ্রাম) এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে ৪৬ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৬ হাজার ৫৩১ জন পরীক্ষার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হন। এক্ষেত্রে ৩৯ হাজার ৬৬৮ জন পরীক্ষার্থী বঞ্চিত হন।
তারা বলেন, সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে সাধারণত ১টি শুন্যপদের বিপরীতে ৩জন কিংবা ৪ জন প্রার্থীকে ভাইবার জন্য নির্বাচন করা হয়। সেক্ষেত্রে প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে শূন্যপদ থাকা সত্ত্বেও ১টি সিটের বিপরীতে গড়ে ১: ৭ দশমিক ০৭ এমনকি কোন কোন জেলায় ১: ১১ দশমিক ৫৯ অনুপাতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়৷
যেখানে একই নিয়োগের ১ম ধাপে ১:৩ দশমিক ৭৪ অনুপাত এবং ২য় ধাপে ১:৩ দশমিক ৭৮ অনুপাতে চূড়ান্ত ভাবে নিয়োগ প্রদান করা হয়। সেক্ষেত্রে ৩য় ধাপের ক্ষেত্রে দীর্ঘ ৬ মাস অপেক্ষার পর এ ধরনের ফলাফল প্রকাশকে তারা বেকার এবং মেধাবীদের সাথে প্রহসন এবং বৈষম্য বলেই মনে করছেন।
তারা বলছেন একজন পরীক্ষার্থীকে লিখিত পরীক্ষায় পাস করার পর জেলা শহরগুলোতে গিয়ে কাগজপত্র জমা দেয়া, ভাইবা দিতে যাওয়াসহ নানাবিধ কাজে আর্থিক, মানসিক এবং শারীরিক পরিশ্রমের যে স্বীকার হতে হয় সেক্ষেত্রে চূড়ান্ত ফলাফলে এরকম বৈষম্য করা হলে তারা সেটা কিছুতেই মেনে নিবে না।
পরীক্ষার্থীরা বলেন, ৬ হাজার ৫৩১ পদে যদি নিয়োগ দেয়া হতো তাহলে কোন যুক্তিতে ৪৬ হাজার ১৯৯ জনকে লিখিত পরীক্ষায় টিকানো হলো?
তারা আরও বলেন, যে শূন্যপদ ফাঁকা রেখে কেন মাত্র ৬ হাজার ৫৩১ জনকে নির্বাচন করা হলো? তাই অনতিবিলম্বে সকল শূন্যপদ পূরণ করে পুনরায় ফলাফল প্রকাশের দাবিতে তারা অনশন ও লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। তারা জানান তাদের দাবি না মানা পর্যন্ত তারা অনশন ও লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন।
প্রসঙ্গত, গত ২৯ মার্চ ২০২৪ তারিখ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ এর ৩য় ধাপের ( ঢাকা ও চট্টগ্রাম) লিখিত পরীক্ষা এবং ৯ মে থেকে ১২ জুন ভাইবা পরীক্ষা সম্পন্ন হয় এবং সর্বশেষ ৩১ অক্টোবর ২০২৪ তারিখে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.