নিজস্ব প্রতিবেদক, ফেনীঃ বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান ওরফে শিপনকে গ্রেপ্তার করেছে কুমিল্লার বুড়িচং থানা পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে তাকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বুড়িচং বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।
ছাত্রলীগ নেতা হাবিবুর রহমানের গ্রামের বাড়ি বুড়িচং উপজেলায় হরিপুর গ্রামে। তিনি ওই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হাবিবুর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নাজিরা বাজারসহ বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর হামলাকারীদের পক্ষে অবস্থান নেন। ফেনীতেও তিনি আন্দোলনের বিরুদ্ধে কাজ করেছিলেন।
এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জড়িত ছিলেন। তিনি আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছেন বলে তদন্তে নাম আসে। এজন্য তাকে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার তাকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.