গাজীপুরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) নতুন রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন মো. আবদুল্লাহ মৃধা।
বুধবার বশেমুরকৃবির জনসংযোগ বিভাগের সেকশন অফিসার মো. রনি ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, গত সোমবার বশেমুরকৃবির উপাচার্য প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের অনুমোদনক্রমে এবং শারমিন নাহার (উপ-রেজিস্ট্রার) স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়। নিয়োগপ্রাপ্তির পর মঙ্গলবার মো. আবদুল্লাহ মৃধা রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) পদে যোগদান করেন। এ পদে যোগদানের আগে তিনি ডেপুটি রেজিস্ট্রার হিসেবে বশেমুরকৃবির রেজিস্ট্রার দপ্তরে দায়িত্ব পালন করে আসছিলেন।
মো. আবদুল্লাহ মৃধা নসসিংদীর শিবপুর উপজেলার পাড়াতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগে স্নাতক এবং একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে এলএলবি ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.