টাঙ্গাইলঃ জেলার কালিহাতীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আবদুল আলীম (৪৮) নামে এক কিন্ডারগার্টেনের শিক্ষক নিহত হয়েছেন। এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে উপজেলার রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষক আবদুল আলীম ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। তিনি ভূঞাপুর পৌর শহরের প্রভাতী কিন্ডারগার্টেনের পরিচালক ছিলেন।
জানা যায়, আজ সকালে টাঙ্গাইল শহরের নিজবাসা থেকে বের হয়ে সিএনজিযোগে ভূঞাপুরে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন শিক্ষক আব্দুল আলীম। সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রসুলপুর এলাকায় পৌঁছালে সিএনজির সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।
এ ঘটনায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের (এএসআই) আলমগীর বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.