এইমাত্র পাওয়া

টিউশন ফি ও ভর্তি ফি সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ মাউশির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের নিকট থেকে আদায়কৃত টিউশিন ফি, ভর্তি/পুন:ভর্তি ফি ইত্যাদি দ্রুততম সময়ের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

মঙ্গলবার মাউশির উপ-পরিচালক (কলেজ-১) মোঃ নুরুল হক সিকদার স্বাক্ষরিত নির্দেশনায় এতথ্য জানানো হয়। 

এতে বলা হয়, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের নিকট থেকে আদায়কৃত টিউশিন ফি, ভর্তি/পুন:ভর্তি ফি ইত্যাদি দ্রুততম সময়ের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।
বিষয়টি অতীব জরুরি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/১১/২০২৪ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.