নিজস্ব প্রতিবেদক।। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তৃতীয় দফায় রাজশাহীর সারদায় আরও ৫৮ জন প্রশিক্ষণরত উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুল হক সাগর।
তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে, রাজনৈতিক কারণে নয়। এর আগে ২৫২ জন এসআইকে অব্যাহতি দিয়েছিল সরকার। এ নিয়ে মোট ৩১০ জনকে অব্যাহতি দেওয়া হলো।
এর আগে, ক্লাসে এলোমেলোভাবে বসে হৈচৈ করার অভিযোগে নতুন করে ৫৯ জন উপপরিদর্শককে (এসআই) কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল। পুলিশ অ্যাকাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) তারেক বিন রশিদ স্বাক্ষরিত পৃথক চিঠিতে গত ২১ অক্টোবর ১০ জনকে এবং ২৪ অক্টোবর ৪৯ জনকে নোটিশ দেওয়া হয়।
এর আগে, ২১ অক্টোবর শৃঙ্খলাভঙ্গের কারণ দেখিয়ে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ২৫২ জন উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২৩ সালে এসআই পদে নিয়োগ পাওয়া ৮২৩ জন এসআই পুলিশ অ্যাকাডেমিতে মৌলিক প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়েছিলেন।
শিক্ষাবার্তা ডট কম /এ/০৪/১১/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.