ঢাকা: সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চেয়ে আগামী ২৩ নভেম্বর মহাসমাবেশ করবেন আন্দোলনকারীরা। তার আগে প্রতি শুক্র ও শনিবার শাহবাগে ও জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।
সোমবার (৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সার্বভৌমত্ব আন্দোলনের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ৩৫ আন্দোলনের সংগঠন আল-আমিন রাজু।
তিনি বলেন, উপদেষ্টারা ৩৫ নিয়ে টালবাহানা করছেন।
তারা ৩২ বছর করে রেখে দিয়েছেন। এদিকে পুলিশ স্বৈরাচারী আচরণ করছে।
শান্তিপূর্ণ সমাবেশে তারা হামলা করেছে।
তিনি আরও বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা ঠিক করতে পর্যালোচনা কমিটির সুপারিশই ঠিক ছিল।
কিন্তু তা বাদ দিয়ে তারা অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে।
৩৫ আন্দোলনের সংগঠন আল-আমিন রাজু বলেন, আগামী ২৩ নভেম্বর ঢাকা সমাবেশ হবে। সেখানে ৬৪ জেলা থেকে ৩৫ প্রত্যাশীরা আসবেন। এর আগে প্রতি শুক্র ও শনিবার অবস্থান কর্মসূচি চলবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন এম আলম মুরাদ, শামীম রেজা, উজ্জ্বল প্রমুখ।
শিক্ষাবার্তা ডট কম /এ/০৪/১১/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.