এইমাত্র পাওয়া

রংপুর মেডিকেল কলেজ ‘কমপ্লিট শাটডাউন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অধ্যক্ষ মাহফুজার রহমানকে অপসারণের দাবিতে আগামী বুধবার থেকে রংপুর মেডিক্যাল কলেজ কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই ঘণ্টা কর্মবিরতি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক ও কর্মচারীরা।

রবিবার (০৩ নভেম্বর) দুপুরে বৈষম্যবিরোধীর ব্যানারে এ ঘোষণা দেন আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম মন্ডল।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অধ্যক্ষ মাহফুজার রহমানকে অব্যাহতি দেওয়া না হলে রংপুর মেডিক্যাল কলেজে (রমেক) মঙ্গলবার থেকে দুই ঘণ্টা করে ইনডোর ও আউটডোর সেবা বন্ধ থাকবে।

বুধবার কমপ্লিট শাটডাউন থাকবে।
এই সময়ের মধ্যে অধ্যক্ষ অপসারণ না হলে আরো কঠোর কর্মসূচিতে যাওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।

গত ৩১শে অক্টোবর নতুন অধ্যক্ষ হিসেবে মাহফুজার রহমানকে নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়। সেদিন থেকেই তারা আন্দোলন করছেন।

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় ডা. মাহফুজার রহমান দীর্ঘ পাঁচ বছর ধরে ভাইস প্রিন্সিপাল হিসেবে ছিলেন। এই দায়িত্বে থেকে জুলাই বিপ্লব চলাকালীন কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগকে সাথে নিয়ে দমন-নিপীড়ন করেছেন বলে আন্দোলনকারীদের অভিযোগ।

তাদের অভিযোগ, আন্দোলনে নিহত আবু সাঈদের ময়না তদন্তের রিপোর্ট বিকৃতির চেষ্টা করেছেন মাহফুজার রহমান।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/১১/২০২৪ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.