বিসিএসের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক।। প্রায় চার মাস অচলাবস্থার পর আশার আলো দেখছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত বৃহস্পতিবার আরও পাঁচ সদস্য নিয়োগের ফলে কমিশনের কোরাম পূর্ণ হয়েছে। পিএসসির এক দায়িত্বশীল নীতিনির্ধারক বলছেন, দ্রুতই আটকে থাকা বিসিএসের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে পিএসসি।

পিএসসির ওই দায়িত্বশীল সূত্র বলেন, আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আর পরে সরকার পতনের জেরে প্রায় চার মাস পিএসসির গতি স্থবির ছিল। আবার নতুন চেয়ারম্যান ও চার সদস্য নিয়োগের পরও কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না পিএসসি।

কেননা, ছয় সদস্যের কোরাম না হলে পিএসসি কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু বৃহস্পতিবার আরও পাঁচ সদস্য নিয়োগে পিএসসির সদস্য হলো ৯। এখন কোরামে সিদ্ধান্ত নেওয়া যাবে। এ ছাড়া দ্রুত সভাও দেবে পিএসসি। আটকে থাকা বিসিএসের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে পিএসসি।

পিএসসি সূত্র জানায়, এখন চলমান বিসিএসের মধ্যে রয়েছে ৪৪তম বিসিএসের স্থগিত হওয়া ভাইভা চালু করা, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেওয়া আর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়া। এর বাইরে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের কাজ রয়েছে এই মাসের শেষ দিকে। সব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত হতে হবে বলে মনে করছেন চাকরিপ্রার্থীরা।

শিক্ষাবার্তা ডট কম /এ/০৩/১১/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.