আল-মাহমুদ জিম।।
প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর জন্য খুলনা বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার মো.আবুল কালাম আজাদ। মঙ্গলবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটি ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো:হেলাল মাহমুদ শরীফ এবং বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা মো:মোসলেম উদ্দিন।
এর আগে বুধবার সকাল থেকে জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটি কর্তৃক বিভিন্ন ক্যাটাগরিতে বিভাগের চার জেলার বিভিন্ন প্রার্থীদের সাক্ষাৎকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মো.আবুল কালাম আজাদ মিরপুর উপজেলার বহালবাড়িয়া ইউনিয়নের নওদাবহালবাড়ি গ্রামের বাসিন্দা। এবং স্থানীয় গোবিন্দগুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এ বছর প্রাথমিক শিক্ষা পদকের জন্য মিরপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়ে জেলা পর্যায় শ্রেষ্ঠ হওয়ার পর বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ হন তিনি।
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মো.আবুলকালাম আজাদ বলেন, স্বীকৃতি কাজের অনুপ্রেরণা ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। আমার ক্ষেত্রেও হয়তো ব্যতিক্রম নয়। এ স্বীকৃতি আগামী দিনগুলোতে আমাকে ভালো কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত করবে।
তিনি আরো বলেন, আমি যেন জাতীয় পর্যায়েও আমার এ কৃতিত্ব ধরে রাখতে পারি সে জন্য সকলের কাছে দোয়া চাই।
মিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুম মনিরা বলেন,সেরা শিক্ষক মো:আবুল কালাম আজাদ আমাদের গর্ব।তিনি যেন দেশ সেরা হতে পারেন আমরা সকলেই এই কামনা করি।
শিক্ষা বার্তা ডট কম /এ /১৫/১০/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.