পিরোজপুরঃ ধর্মীয় অপপ্রচারের অভিযোগে পিরোজপুরের নাজিরপুরের দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছেন পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) রাতে পিরোজপুর জেলা পুলিশ এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে দুইজনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো- নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে রাকিবুল হাসান (২২) ও উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের নৈলতলা গ্রামের সুনীল কৃষ্ণ মৃধার ছেলে সৈকত মৃধা (২২)।
আটককৃতরা ছাত্রলীগ কর্মী বলে নিশ্চিত করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল আমীন শেখ বলেন, আটককৃতরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আউয়াল সমর্থিত ছাত্রলীগ কর্মী।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মুকিত হাসান বলেন, তারা মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করে ফেসবুক আইডিতে কমেন্ট ও তা পোস্ট করে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তথ্য প্রযুক্তির সহায়তায় সৈকত মৃধাকে ঢাকার নারায়নগঞ্জ থেকে এবং রাকিবুলকে নিজ এলাকা থেকে আটক করেন। ওই ধরনের স্ট্যাটাস ও কমেন্টের ফলে এলাকায় এক অস্তিতিশীল পরিবেশের সৃষ্টি হয়।
থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহামুদ আল-ফরিদ বলেন, ফেসবুকে ওই লেখার জের ধরে সৈকত মৃধার বাড়ির এলাকায় জেলার সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের ১২ জন শিবির কর্মী যায়। এতে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। পরে সেখানে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণসহ ওই সব শিবির কর্মীদের পুলিশ হেফাজতে আনেন।
নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম বলেন, নৈলতলা গ্রামে অস্তিতিশীল পরিবেশের সৃষ্টির খবর পেয়ে শুক্রবার বিকেলে সেখানে গিয়ে পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছিল। কিন্তু রাতে কিছু শিবির কর্মীরা সেখানে গেলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
