এইমাত্র পাওয়া

শিক্ষা কর্মকর্তার শাস্তির দাবীতে মানববন্ধন

হবিগঞ্জঃ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হকের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (১২ অক্টোবর)  সকাল ১১টায় লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলা প্রবেশ দ্বারে মাওলানা মিসবাহ উদ্দিন এর সভাপতিত্বে মাওলানা আলী আজম তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হাই, মুফতি শরীফ উদ্দীন, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আব্দাল হোসাইন, মাওলানা মঈন উদ্দিন, মাওলানা ফাইজুল ইসলাম, হাফেজ জুনাইদ আহমেদ, মাওলানা  হিফজুল ইসলাম, মাওলানা আকরাম হোসেন,শাহীন মিয়া ও রাফিজুল ইসলাম প্রমুখ।
 
মানববন্ধনে বক্তারা বলেন লাখাই উপজেলার মৌবাড়ী গ্রামের ধনাই মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নার্গিস এর সাথে উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক ঔ শিক্ষিকা হিজাব নিয়ে বাজে মন্তব্য ও মানষিক ভাবে লাঞ্চিত করায় এর প্রতিবাদ মানববন্ধনে শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হকের শাস্তির দাবী জানান এবং প্রশাসন এ ব্যপারে কোন প্রকার প্রদক্ষেপ না নিলে আগামী বুধবারে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। উল্লেখ্য গত ৭ অক্টোবর শিক্ষিকা নার্গিস অসুস্থতার জন্য ছুটির দরখাস্ত নিয়ে গেলে শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক তার সাথে হিজাব পরিহিত অবস্থায় দেখে শিক্ষা কর্মকর্তা নার্গিসের হিজাব খুলেত বাধ্য করার চেষ্টা করলে এই নিয়ে ঔ শিক্ষিকা ও শিক্ষা কর্মকর্তার সাথে মৌখিক বাকবিতন্ডার এক পর্যায়ে তার ছুটির আবেদন নামঞ্জুর করে দেন।
 
এ বিষয়ে বিভিন্ন পত্র পত্রিকা ও যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক তার নিজের ভেরিফাইড ফেইসবুক আইডিতে ক্ষমা চেয়ে যোগাযোগ মাধ্যমে একটি পোস্টও করেছে। 

 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.