এইমাত্র পাওয়া

পূজার বন্ধেও খোলা থাকবে জাককানইবি’র আবাসিক হল

এস এম মোজতাহীদ প্লাবন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ আসন্ন দূর্গা পূজা উপলক্ষে মোট ৭ দিন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা-অফিসসমূহ বন্ধ থাকলেও খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো।

আগামী বুধবার (৯ অক্টোবর) থেকে এই ছুটি শুরু হবে। যা চলবে আগামী ১৫ই অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত। বিশ্ববিদ্যালয়টির ক্যালেন্ডার ও বার্ষিক ছুটির তালিকা থেকে এ তথ্য জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে কিনা জানতে চাওয়া হলে প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, “ছুটিতে হল বন্ধ রাখবো না। আমাদের শিক্ষার্থীরা থাকবে। তাদের সুবিধার্থেই হল খোলা রাখবো।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, “এমনিতেই এসময় হল খোলা থাকে। নিয়মানুযায়ী আমাদের হলগুলো খোলা থাকবে।”

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading