নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ ও প্রশাসনিক পদে নার্সদের পদায়নের এক দফা দাবিতে পতাকা মিছিল করেছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) অধিদপ্তর প্রাঙ্গন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে এই কর্মসূচি পালন করা হয়। একই দাবিতে আগামীকাল অবস্থান কর্মসূচি আহ্বান করেছে সংগঠনটি।
নার্সিং পেশা ও নার্সদের নিয়ে করা ডিজি মাকসুরা নূরের এক মন্তব্যকে ঘিরে এই আন্দোলনে নেমেছেন তারা। একই সাথে অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের নিয়োগ দেওয়ার দাবিও জানানো হয়েছে নার্সদের পক্ষ থেকে।
আন্দোলনের সমন্বয়ক মো. সাব্বির মাহমুদ তিহান মেডিভয়েসকে বলেন, ‘আমাদের এক দফা দাবি পূরণ হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। আমরা বিক্ষোভ করেছি, মানববন্ধন করেছি, আজকে পতাকা মিছিল করলাম। আগামীকাল অধিদপ্তর ও কাউন্সিলের দিনব্যাপী (সকাল-সন্ধ্যা) অবস্থান কর্মসূচি থাকবে।’
এ ছাড়া দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অধিদপ্তর এবং কাউন্সিলে ধর্মঘট চলবে বলেও হুশিয়ারি দিয়েছেন তিনি। বলেন, ‘যতদিন দাবি বাস্তবায়ন না হয়, ততদিন অধিদপ্তরের কার্যক্রম বন্ধ থাকবে। কোনো স্টাফ অফিস করতে পারবেন না।’
এর আগে গত ৮ সেপ্টেম্বর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের পদমর্যাদা নিয়ে কথা বলেন। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উৎখাত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার ভিত্তিতে নার্সদের ২য় শ্রেণির পদমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছিলেন তিনি।
তার এই বক্তব্যের পর ৯ সেপ্টেম্বর থেকেই আন্দোলনে নামেন ক্ষুব্ধ নার্সরা। এরই মধ্যে গত ১২ সেপ্টেম্বর একজন নন-নার্স প্রশাসনিক কর্মকর্তাকে নার্সিং অধিদপ্তরের রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়। পরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ গঠন করে ১৪ সেপ্টেম্বর সারাদেশে মানববন্ধন করেন নার্সরা।
ওই দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে নার্সরা প্রশাসনিক বৈষম্যের শিকার হয়ে আসছেন। দেশের স্বাস্থ্য খাতে সংকটের সময় আমরা ফ্রন্টলাইনে থেকে জীবন বাজি রেখে কাজ করেছি। কিন্তু আমাদের পেশাগত দক্ষতা এবং অভিজ্ঞতার সঠিক মূল্যায়ন করা হয়নি। বরং প্রশাসনিক পদে আমাদের বাদ দিয়ে অন্যান্য কর্মকর্তা নিয়োগ দেওয়ায় নার্সদের পেশাগত উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে।’
তারা বলেন, ‘নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক এবং পরিচালক পদগুলো নার্সদের জন্য। কিন্তু এই জায়গাগুলো আমলারা, প্রশাসন ক্যাডারের লোকজন দখল করে রেখেছেন। নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রার পদটিও তাদের দখলে। আমাদের দাবি হচ্ছে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং নার্সিং কাউন্সিল থেকে প্রশাসনিক ক্যাডারদের অপসারণ করে নার্সদের পদায়ন করতে হবে।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.