জামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: শিক্ষার্থীদের দাবির মুখে ব্যক্তিগত কারণ ও পরিচলনায় অপারগতা দেখিয়ে পদত্যাগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ইনজামুল হক।
গত শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের নিকট তিনি এ পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি ও ব্যক্তিগত কারণ দেখিয়ে বিভাগ পরিচালনার দায়িত্ব পালনে অপারগতা উল্লেখ করে সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন।
এ বিষয়ে সহকারী অধ্যাপক ইনজামুল হক বলেন, শিক্ষার্থীরা আমার উপর অনাস্থা জ্ঞাপন করেছে। তারা তাদের ৯ দফা দাবি যেভাবে উপস্থাপন করেছে তা হুবহু বাস্তবায়ন করতে হবে জানান এবং তা মানতে অপারগ হলে পদত্যাগ করতে হবে। শিক্ষার্থীরা তাদের দাবি উত্থাপনের সময় তাদের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আমাকে অসম্মান করেছে। তাই আমি তাদের দাবির মতোই তাদের কাছেই পদত্যাগ করেছি।’
প্রসঙ্গত, বিভাগের নাম পরিবর্তন ও সেশনজট দূরীকরণে ৯দফা দাবিতে গতকাল শিক্ষার্থীরা শিক্ষক বরাবর দাবি উত্থাপর করেন। দাবি উত্থাপনের এক পর্যায়ে দাবি না মানলে বিভাগীয় সভাপতির পদত্যাগ দাবি করে তারা। পরে বিভাগের একাডেমিক কমিটির সভা শেষে সকল দাবি মেনে নিয়ে পদত্যাগ করেন বিভাগীয় সভাপতি ইনজামুল হক।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
