ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যায়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশে বিভিন্ন জায়গায় অপমান, অপদস্থ করে পদত্যাগ দাবির নামে শিক্ষকদের সাথে অসভ্যতা করা হয়েছে।
সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের সাথে সাক্ষাৎকারে মোহাম্মদ মজিবুর রহমান বলেন, শিক্ষকদের সাথে অসভ্য ব্যবহার কোনো ভালো অনুশীলন নয়। শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তারা অভিযোগ করতে পারে কিন্তু তারা যে কাজ করছে তা আমাদের সংস্কৃতির সাথে যায় না।
শিক্ষকদের গায়ে হাত তোলার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এই ঘটনাগুলো বেদনাদায়ক, অনাকাঙ্খিত এবং অনুচিত। এতো দিন পর এখন এই বিষয়ে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা কথা বলছেন। এটা কোনো রেগুলার সরকার না। অন্তর্বর্তী সরকার৷ ফলে তাদের বুঝতে সময় লেগেছে। রিআ্যক্ট করতে সময় লেগেছে৷ তারা সময়মতো এ ব্যাপারে রিঅ্যাক্ট করতে পারেনি, ব্যবস্থা নিতে পারেনি।
এইসব পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিক অবস্থার ওপর কেমন প্রভাব পরছে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা শুধু শিক্ষার্থীদের ওপর নয়, শিক্ষকদের ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে৷ তারা মনে করবে যে, বাচ্চাদের আমি এতদিন ধরে পড়ালাম, তারা আমার সাথে এইরকম ব্যবহার করছে৷ আমার সাথে না করলেও আমার সহকর্মীর সঙ্গে করছে। ফলে ছাত্র- শিক্ষকের যে সম্পর্ক আমাদের দেশে, তার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে৷ তাই এটা দ্রুত বন্ধ করা এবং যা ক্ষতি হয়েছে তা আবার পুনরুদ্ধার করা দরকার।
যারা শিক্ষকদের সাথে অসভ্য ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে কেমন ব্যবস্থা নেওয়া যায় প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি, অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া উচিত৷ গায়ে হাত দেয়া, অপদস্থ করা এগুলো ফৌজদারী অপরাধ। কয়েকটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলে জাতীয় পর্যায়ে এর প্রভাব পড়বে, এই ধরনের ঘটনা বন্ধ হবে। তবে ছাত্রদের ওপেন রেখে এই ব্যবস্থা নিলে তার আবার উল্টা প্রতিক্রিয়া হতে পারে৷ আগে ছাত্রদের শ্রেণি কক্ষে ফেরত নিতে হবে৷ তারপরে ব্যবস্থা নেয়ার কথা ভাবতে হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.