নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের সকল এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের চাকুরী জাতীয়করণসহ ৯ দফা দাবি নিয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করেছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ। এসময় ৯ দফা দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা।
গতকাল বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টার কক্ষে শিক্ষা উপদেষ্টা প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ এর সাথে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মোঃ সেলিম ভুঁইয়ার ৯ দফা লিখিত প্রস্তাব নিয়ে অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেন এর নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রায় ৪০ মিনিট ব্যাপী এ বৈঠক করেন।
বৈঠকে নেতৃবৃন্দের উত্থাপিত দাবি গুলো হলোঃ ১) বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ ২) কারিকুলাম আধুনিকীকরণ করা ৩) চাকুরীচ্যুত শিক্ষক-কর্মচারীদের চাকুরীতে বহাল ৪) ম্যানেজিং কমিটি/গভর্ণিং বডি সংস্কার ৫) শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট পুনর্গঠন করা ৬) নিয়োগবিধি প্রণয়ন ও দলীয় নিয়োগ বন্ধ ৭) অবসরের বয়স ৬৫ করা ৮) শিক্ষা প্রশাসন দলীয় প্রভাবমুক্ত করা ৯) পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, শিক্ষাখাতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ।
শিক্ষা উপদেষ্টা নেতৃবৃন্দের বক্তব্য গভীর মনযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
বৈঠকে মো. জাকির হোসেন ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন, প্রিন্সিপাল রেজাউল করিম, এম.এ ছফা চৌধুরী, মাস্টার হাফিজুর রহমান, অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক ফরিদ উদ্দিন, অধ্যাপক আবদুল হাকিম, অধ্যক্ষ হারুনুর রশিদ গাজী, অধ্যাপক আবদুল আউয়াল, অধ্যাপক কাজী মাঈনুদ্দিন, অধ্যক্ষ সেলিম মিয়া, আজিজুল হক রাজা, এ.এইচ.এম সায়েদুজ্জামান, শাহনাজ পারভীন, আবুল কালাম আজাদ, মো. আলমগীর হোসেন প্রমুখ।
জানতে চাইলে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেন শিক্ষাবার্তা’কে বলেন, বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিসহ নয় দফা দাবি গভির মনোযোগ দিয়ে শোনেন শিক্ষা উপদেষ্টা। তিনি দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন এবং দাবিগুলো যৌক্তিক বলেও জানান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
