ফরিদপুরঃ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নামফলক থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ লেখাটি উঠিয়ে ফেলা হয়েছে। সেখানে সাঁটিয়ে দেওয়া হয়েছে পুরানো নাম লেখা ব্যানার।
‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল’ নামকরণ করা নতুন সাইনবোর্ডেটির নিচে লেখা রয়েছে হাসপাতালটির সব কর্মকর্তা ও কর্মচারীর সৌজন্যে তা লাগানো হয়েছে।
তবে বুধবার সকালে হাসপাতালটির উপ-পরিচালক দীপক কুমার বলেন, “যদিও নতুন সাইনবোর্ডের নিচে লেখা রয়েছে সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এটা করেছেন। তবে এটা আমাদের কেউ পরিবর্তন করেছে বলে জানা নেই।”
“শুনেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ও স্থানীয় জনতা মঙ্গলবার বিকাল কিংবা সন্ধ্যায় এটা করে থাকতে পারেন “
তিনি আরও বলেন, “আমরা চাকরি করি বলে চাইলেই তো নাম পরিবর্তন করতে পারি না। এটা পরিবর্তন করতে পারেন সরকার। সরকার চাইলে এটা পরিবর্তন করবেন।”
“আর আমাদের কোনো কর্মকর্তা-কর্মচারী এ সাইনবোর্ড পরিবর্তনের সঙ্গে যুক্ত আছেন কি-না ভালো করে জেনে জানাতে পারব”, বলেন এই কর্মকর্তা।
১৯৯২ সালে ফরিদপুর শহরে প্রতিষ্ঠিত হয় ফরিদপুর সরকারি মেডিকেল কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজটির সঙ্গে ছিল ২৫০ শয্যার হাসপাতাল। পরে যা উন্নিত করা হয় ৫০০ শয্যায়।
পরে ২০২১ সালের এপ্রিলে কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর’ এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর’ নামকরণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.