এইমাত্র পাওয়া

৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র কের নাশকতার ঘটনায় ঢাকা মহানগর ও জেলায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৪২ জন এইচএসসি পরীক্ষার্থীেক জামিন দিয়েছে সিএমএম আদালত।

শুক্রবার বিকেলে ঢাকা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করা হয়।

জামিন প্রাপ্তদের মধ্যে রয়েছেন- আলী হোসেন, ইসমাইল তালুকদার, ইমরান হোসেন, আব্দুল কাদের, নাফিজ, ইয়ামিন শেখ, আসিফ খান, আব্দুস সামাদ, এলাহি বক্স, সামির হোসেন, তানজিল হাসান, আলাউদ্দিন, অপু, ফয়সাল আহমেদ সামিউল আলম, শাখাওয়াত হোসেন, রনি শেখ, ইমরান আহম্মেদ আফসার, সম্রাট খলিফা, রাশিদুল ইসলাম তুহা, মাসুদ পারভেজ, আসিফ, আল আমিন, রায়হান ইসলাম, শাকিল আহম্মেদ, জাবের হোসেন, রুহুল আমিন, রাহাত উবায়দুল্লাহ, জাকি, তুহিন, নাহিদ আহম্মেদ, মাসুদ রানা, শরিফুল ইসলাম, শিহাব হোসেন, তাসরিফ স্বপ্ন, ছোয়াদ উর রহমান।

এর আগে বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটকদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে। আটক যেসব ছাত্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা দেবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.