নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ‘বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের’ ৬ সমন্বয়ককে ছেড়ে দিয়েছে ডিবি। বৃহস্পতিবার (১ আগস্ট) সাংবাদিকদের এই তথ্য জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ৬ সমন্বয়ককে পারিবারে কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।
ছয় সমন্বয়ক হলেন- মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।
এর আগে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ‘বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের’ ছয় সমন্বয়ককে তুলে নিয়ে ভিডিও বার্তা দেয় ডিবি। বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনা হলেও তাদের ছেড়ে দেয়া হয়নি।
এমন অবস্থায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষে আজ বৃহস্পতিবার আটক ছয়জনকে ছাড়িয়ে আনতে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান দেশের বিশিষ্ট নাগরিক ও শিক্ষকরা।
এর আগে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) প্রধান থেকে সদ্য বিদায় নেয়া মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছিলেন, তাদের ছেড়ে দেয়ার সিদ্ধান্ত না আসায় তিনি ছাড়তে পারেননি।
গত ১৯ জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নন্দীপাড়ায় এক বন্ধুর বাসা থেকে নাহিদকে তুলে নেয়া হয়েছিল। এক দিন পর পূর্বাচল এলাকায় তাকে ফেলে যাওয়া হয়। নাহিদের শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
অপর দুই সমন্বয়ক আসিফ ও বাকেরকেও একই দিন তুলে নেয়া হয়েছিল। পাঁচ দিন পর তাদের দুজনকে চোখ বাঁধা অবস্থায় যেখান থেকে তুলে নেয়া হয়েছিল, সেখানে ফেলে যাওয়া হয়। এরপর থেকে আসিফও গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন বাকেরও।
ছয় সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলি না চালাতে নির্দেশনা চেয়ে গত সোমবার হাইকোর্টে রিট দাখিল করেন দুই আইনজীবী।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.