নিজস্ব প্রতিবেদক।।
দেশের অধিকাংশ ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলাদেশের বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে। এসব স্কুলে ভুল বা বিকৃত ইতিহাস পড়ানো ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ চেয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
গত ৪ জুলাই জাতীয় সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ।
সভায় তৃতীয় বৈঠকের কার্যবিবরণী তুলে ধরা হয়। তৃতীয় বৈঠকের কার্যবিবরণী থেকে ইংলিশ মিডিয়াম স্কুলের বিষয়ে আলোচনার তথ্য জানা গেছে।
ওই বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, দেশে ইংরেজি মাধ্যমের অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানে বাংলাদেশের বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ স্কুলগুলোতে জাতীয় পাঠ্যক্রম অনুযায়ী বাংলাদেশের ইতিহাস সম্পর্কে রচিত পাঠ্যপুস্তক পড়ানো বাধ্যতামূলক করতে হবে।
পাশাপাশি অন্য কোনো বই যেন না পড়াতে পারে সেজন্য সংসদীয় কমিটির পক্ষ থেকে একটি সুপারিশ করার জন্য কমিটির সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন মন্ত্রী।
বৈঠকে এর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, পাঠ্যপুস্তকে ভুল এবং ঠিকাদারদের অনিয়মসহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা ও সুপারিশ করেন সদস্যরা।
শিক্ষাবার্তা ডট কম/জামান/০৯/০৭/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.