নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় আজ মঙ্গলবার ৩ হাজার ৬৪৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আজ আলিমে ইংরেজি ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ জন শিখার্থীকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি ১২ জন অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন। আর এ বোর্ডে প্রথম দিনে পদার্থ বিজ্ঞান-২ বিষয়ে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১ হাজার ৯৭ জন।
মঙ্গলবার (০৯ জুলাই) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাদরাসা বোর্ডের তথ্যানুযায়ী- ইংরেজি ১ম পত্রে আলিমে পরীক্ষার্থী ছিলেন ৮৪ হাজার ৯৬১ জন তাদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৮১ হাজার ৩১৭ জন। অনুপস্থিত ৩ হাজার ৬৬৪ জন। এ বোর্ডে বহিষ্কার হয়েছেন ১২ জন।
কারিগরি বোর্ডের তথ্য মতে, দিনে এইচএসসি (বিএম/বিএটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্সে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ১০ হাজার ৬০৮ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৯ হাজার ১১১ জন । অনুপস্থিত ছিলেন ১ হাজার ৯৭জন। কারিগরি বোর্ডে ১২ জন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন।
অন্যদিকে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসির এইচএসসির চতুর্থ দিনের তথ্য ও প্রযুক্তি বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১২ হাজার ১৭১ জন শিক্ষার্থী। আর অসদুপায় অবলম্বনের দায়ে ২৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.