এইমাত্র পাওয়া

এইচএসসি: ইংরেজি ২য় পত্রে বহিষ্কার ৭৬, অনুপস্থিত প্রায় ১৩ হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রবিবারএইচএসসির  ইংরেজি ২য় পত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১২ হাজার ৮২৯ জন শিক্ষার্থী। আর অসদুপায় অবলম্বনের দায়ে ৭৬ জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৭৫ জন পরীক্ষার্থী, বাকি একজন পরিদর্শক।

রবিবার(০৭ জুলাই) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড, ওই বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত রয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ১১ জুলাই শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ দিন সাধারণ আটটি বোর্ডে  ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আটটি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৩ হাজার ২২২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে নয় লাখ ৯০ হাজার ৩৯৩ জন। অনুপস্থিত ছিল ১২ হাজার ৮২৯জন। আট বোর্ডে অনুপস্থিত হার ছিল ১. ২৮ শতাংশ। বিভিন্ন অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৭৬ জনকে। এর মধ্যে একজন পরিদর্শক, বাকি ৭৫ জন পরীক্ষার্থী।

 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৭/২০২৪ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.