এইমাত্র পাওয়া

আলিম পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ৩ হাজার, কারিগরিতে বহিষ্কার ১৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায়  বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায়  আজ রবিবার ৩ হাজার ৪১৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আজ আলিমে বাংলা ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১০ জন শিখার্থীকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি ২৪ জন অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন। আর এ বোর্ডে প্রথম দিনে পদার্থ বিজ্ঞান-২ বিষয়ে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১ হাজার ৯৬  জন।

রবিবার(০৭ জুলাই) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে রবিবারএইচএসসির  ইংরেজি ২য় পত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১২ হাজার ৮২৯ জন শিক্ষার্থী। আর অসদুপায় অবলম্বনের দায়ে ৭৬ জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৭৫ জন পরীক্ষার্থী, বাকি একজন পরিদর্শক।

মাদরাসা বোর্ডের তথ্যানুযায়ী- বাংলা ২য় পত্রে আলিমে পরীক্ষার্থী ছিলেন ৭৮ হাজার ৪৪৫ জন (সিলেট বিভাগের চার জেলা বাদে)। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৭৫ হাজার ৪১জন। অনুপস্থিত ৩  হাজার ৪১৪  জন। এ বোর্ডে বহিষ্কার হয়েছেন ১০ জন।

কারিগরি বোর্ডের তথ্য মতে, প্রথম দিনে এইচএসসি (বিএম/বিএটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্সে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪  হাজার ৮ ৬১ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৩ হাজার ২৬৫ জন । অনুপস্থিত ছিলেন ১ হাজার ৯৬ জন। কারিগরি বোর্ডে ১৪  জন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৭/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading