এইমাত্র পাওয়া

স্কুলে মাঠে ধানের বীজ রোপণ করলে শিক্ষিকা, খেলাধুলা বন্ধ

মাদারীপুর: দিনভর যে স্কুল মাঠে খেলায় মেতে থাকত কোমলমতী শিশুরা। সেই স্কুল মাঠে বেড়া দিয়ে ধানের বীজ রোপণ করলেন স্কুলের সহকারী শিক্ষিকা ও তার স্বামী। স্কুল মাঠে ধানের বীজ রোপণ করায় খেলাধুলার সব সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।

ঘটনাটি ঘটেছে মাদারীপুরের ডাসার উপজেলার ১৪৭ নম্বর মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

শনিবার (৬ জুলাই) মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেখা গেছে, মাঠে ধানের বীজতলায় ধান রোপণ করে রাখা হয়েছে।

জানা গেছে, ওই স্কুলের সহকারী শিক্ষিকা রিনা বেগম ও তার স্বামী শহীদ চৌকিদার স্কুল মাঠে বেড়া দিয়ে ধানের বীজ রোপণ করেছেন। স্কুল মাঠে বেড়া দিয়ে ধানের বীজতলা তৈরি করায় শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। খেলাধুলা বন্ধ হওয়ায় দুশ্চিন্তায় রয়েছে শিশুরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, সহকারী শিক্ষিকা রিনা বেগমের বাড়ি স্কুলের পাশে হওয়ায় তিনি ও তার স্বামী শহীদ চৌকিদার স্কুলকে ব্যক্তিগত সম্পদ হিসেবে ব্যবহার করেন। গতবছর তিনি স্কুলের ভেতরে ফ্যান ছেড়ে সরকারি বিদুৎ খরচ করে পাট শুকিয়েছেন।

এ ব্যাপারে জানতে সহকারী শিক্ষিকা রিনা বেগমের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।

জানতে চাইলে ১৪৭ নম্বর মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন কবিরাজ বলেন, আমি স্কুলের মাঠে ধানের বীজ রোপণ করতে তাকে নিষেধ করছিলাম। তিনি শোনেননি। তিনি বলছেন কিছু হলে আমি দেখব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ আফরোজ বলেন, স্কুলের খেলার মাঠে ধানের বীজ রোপণ করার কোনো অধিকার নেই। আমি বিষয়টি খোজ নিয়ে ব্যবস্থা নিব।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/০৭/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading