এইমাত্র পাওয়া

অনুমোদন পেল কুষ্টিয়ায় তৃতীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক।।

‘জাস্টিস আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেল কুষ্টিয়া। সব মিলিয়ে কুষ্টিয়ায় মোট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো তিনটি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, বৃহস্পতিবার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর দফতর থেকে বিশ্ববিদ্যালয়ের সামারি ফাইলটি অনুমোদন পেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছেছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জাস্টিস আবু জাফর সিদ্দিকীর নামে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হতে চলেছে।

গত ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ভিজিট করে রিপোর্ট প্রদান করে। সেই রিপোর্টের আলোকে বিশ্ববিদ্যালয়টি অনুমতি পাচ্ছে।

বিশ্ববিদ্যালয়টির প্রধান উদ্যোক্তা তথ্য প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকর গণমাধ্যমকে বলেন, ‘শুনেছি বিশ্ববিদ্যালয়টি প্রধানমন্ত্রীর নিকট থেকে অনুমোদন পেয়েছে। তবে অফিশিয়ালি আমরা যেহেতু এখনো শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি পাইনি, তাই অনুমোদন বিষয়ে অফিশিয়ালি কিছু বলতে পারছি না। আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। অনুমোদনের চিঠি হাতে আসামাত্রই পাঠদানসহ অন্যন্য বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘আশা রাখি বিশ্ববিদ্যালয়টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে একটি Center of Excellence হবে।’

শিক্ষাবার্তা ডট কম/জামান/০৬/০৭/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading