এইমাত্র পাওয়া

নির্বাচনের ২০ দিন পর ব্যালট উদ্ধার, প্রিসাইডিং কর্মকর্তা কলেজ শিক্ষককে শোকজ

জয়পুরহাট: জেলার  ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনের ২০ দিন পর একটি ভোটকেন্দ্র থেকে ২১০০ ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা ও সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের প্রভাষক তানজির আহমেদ সাকিবকে শোকজ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে তার কাছে এ শোকজ নোটিশ পাঠানো হয়। নোটিশে আগামী সাত দিনের মধ্যে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম।

ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনের ২০ দিন পর একটি ভোটকেন্দ্র থেকে অব্যবহৃত ২ হাজার ১০০ এবং ব্যবহৃত এক থেকে দেড় শতাধিক ব্যালট পেপার পাওয়া গেছে।

বুধবার (২৯ মে) সকালে ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা অব্যবহৃত ২১টি ব্যালট বইয়ে থাকা ২১০০ ব্যালট পেপার উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বুঝিয়ে দিয়েছেন।

উপজেলার আলমপুর ইউনিয়নের আকলাস শিবপুর শ্যামপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে এ ব্যালট পেপার উদ্ধার করা হয়।

প্রথম ধাপে গত ৮ মে ক্ষেতলাল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ছিলেন ক্ষেতলাল সরকারি ছাইদ আলতাফুন্নেছা কলেজের প্রভাষক তানজির আহমেদ সাকিব। ওই ভোটকেন্দ্রে মোট ভোটার ৩ হাজার সাতজন। ওই কেন্দ্রে চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ হাজার ৯৯৭।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার আকলাস শিবপুর শ্যামপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের একটি আলমারি খোলা হয়। অফিস সহায়ক আলমারির ভেতরে একটি বস্তা দেখে তা খুলে ভেতরে অব্যবহৃত ২১টি ব্যালটের বই দেখেন। তিনি প্রধান শিক্ষককে এ কথা জানান। প্রধান শিক্ষক আজিজুল হাসান ব্যালট পেপার পাওয়ার ঘটনাটি উপজেলা নির্বাচন কর্মকর্তাকে জানান।

নির্বাচন কর্মকর্তা ব্যালট পেপারগুলো বিদ্যালয়ের পিয়নের মাধ্যমে তার কার্যালয়ে পৌঁছে দিতে বলেন। এরপর বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফতাবুজ্জামান আল ইমরানকে জানান। আজ ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের প্রভাষক তানজির আহমেদ সাকিব ওই বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক আজিজুল হাসানের কাছ থেকে ব্যালট পেপারগুলো বুঝে নেন। এরপর তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে সেগুলো জমা দিয়েছেন।

শোকজের বিষয়ে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, ওই ঘটনায় সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। সাত দিনের মধ্যে তিনি শোকজের জবাব দেবেন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে। আর ব্যালট পেপার পাওয়ার বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading