এইমাত্র পাওয়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: রেজিস্ট্রারের চুক্তিভিত্তিক নিয়োগ নির্দেশনা লঙ্ঘন

জাবি: বিধি মোতাবেক চাকরির মেয়াদ শেষ হওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রেজিস্ট্রার আবু হাসানকে পুনরায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অধস্তন ডেপুটি রেজিস্ট্রারদের বঞ্চিত করে এ ধরনের চুক্তিভিত্তিক নিয়োগকে নির্দেশনা লঙ্ঘন বলে মনে করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)৷

মঙ্গলবার (২৮ মে) এক অফিস আদেশে জানানো হয়, ২৫ মে অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বর্তমান রেজিস্ট্রার আবু হাসানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, ২০১৬ সালে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩০০তম সভায় বিশ্ববিদ্যালয়ের সব পদে চুক্তিভিত্তিক নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সভার ১৭ নং আলোচ্যসূচির বিবিধ (ক)-তে বলা হয়, ‘এখন থেকে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কোনও পর্যায়ে চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া যাবে না।’

এ ধরনের নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার ব্যত্যয় ঘটেছে বলে মত প্রকাশ করেছে ইউজিসি।

এ ব্যাপারে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান  বলেন, ‘বড় বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে বড় সংখ্যক কর্মকর্তা আছেন, সেখানে এভাবে চুক্তিভিত্তিক নিয়োগ না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে নিচের পদে যারা আছেন, তারা বঞ্চিত হন। যিনি রেজিস্ট্রার ছিলেন তাকে যদি এভাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়, তাহলে যিনি সেকেন্ড ম্যান আছেন তার আর সুযোগ থাকে না। এজন্য নিয়ম হচ্ছে পদ খালি হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত বিজ্ঞাপন দিয়ে নিয়োগের প্রক্রিয়ায় চলে যাওয়া। অথবা রিটায়ার্ডে গেলে পরবর্তী যিনি আছেন, তাকে চলতি দায়িত্ব দিয়ে দ্রুত বিজ্ঞাপন দেওয়া উচিত।’

নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়ে তিনি আরও বলেন, ‘রিমোট এলাকায় নতুন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দুইবার বিজ্ঞাপনের প্রয়োজন হতে পারে। কিন্তু ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগরের বেলায় তো একবারেই কাঙ্ক লোক পাওয়া যাবে।’

আবু হাসান, ২০০০ সালের ২০ ডিসেম্বর সহকারী রেজিস্ট্রার হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনে যোগ দেন। পরে ২০০৯ সালের জানুয়ারি মাসে তিনি উপ-রেজিস্ট্রার পদে পদোন্নতি পান। তিনি বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা, টিচিং শাখা ও কাউন্সিল শাখায় দায়িত্ব পালন করেন। পরবর্তীতে, ২০২৩ সালের ৬ জুলাই বিশ্ববিদ্যালয় অ্যাক্টের ১২ (৬) ধারাবলে তাকে ছয় মাসের জন্য রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। পরে একই বছরের ডিসেম্বর উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় তাকে পূর্ণাঙ্গ রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ৩১ মে বিধি মোতাবেক তার চাকরির মেয়াদ শেষ হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.