ঢাকাঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) দশজন শিক্ষক ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। সোমবার (২৭ মে) সকালে ত্রিশাল উপজেলার কানহর বাজার এলাকায় শিক্ষকদের বহনকারী মাইক্রোবাসটির সাথে ট্রাকের সংঘর্ষ হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই বহরে থাকা বিশ্ববিদ্যালয়ের পশু পুষ্টি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুন।
ড. মামুন বলেন, সোমবার সকালে একটি অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য বাকৃবির এগ্রোনমি বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার পাল, এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল হাসান সিদ্দিকী, ড. মোর্শেদা নাসরীনসহ দশজন শিক্ষক ঢাকা যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার একটি মাইক্রোবাসে করে তারা যাচ্ছিলেন। গাড়িটি ত্রিশাল উপজেলার কানহর বাজারের কাছে এলে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শিক্ষকরা সবাই সুস্থ আছেন। যাদের চোট লেগেছিল, তারা নিকটস্থ হাসপাতালে প্রথমিক চিকিৎসা নিয়েছেন। তবে গাড়ি চালক আনোয়ারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এবিষয়ে জানার জন্য দুর্ঘটনার শিকার অন্যন্য শিক্ষকদের সাথে একাধিকবার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.