বিনোদন প্রতিবেদক।।
নগর বাউল’খ্যাত ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমসের সঙ্গে একই মঞ্চে অংশ নেবেন চিত্রনায়ক জায়েদ খান। আগামী ২৬-২৭ মে লন্ডনে ‘বাংলাদেশ ফেস্টিভাল লন্ডন’ অনুষ্ঠনে গাইবেন জেমস আর উপস্থাপনা করবেন জায়েদ। ইতিমধ্যেই লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন তারা। সেই ছবি ফেসবুকে প্রকাশ করেছেন জায়েদ। আর ক্যাপশন দিয়েছেন ‘লন্ডন কলিং’।
‘বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন’ আয়োজনে অংশ নেওয়া প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘আমি এখন শুধু দেশের দর্শকদের জন্যই না, বিদেশেও প্রচুর শো করি। এই তো ক’দিন আগে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে শো করে আসলাম। ভক্তদের জন্য এখন আমাকে দেশ-বিদেশ ছুটতে হয়। বেশ ভালো লাগে তাদের ভালোবাসা পেতে। দর্শকদের এমন ভালোবাসা দেখে মনে হচ্ছে, আমি এখন আন্তর্জাতিক তারকা হয়ে গেছি।’
রকস্টার জেমসের প্রসঙ্গ টেনে এই অভিনেতা বলেন, ‘আমার উপস্থাপনায় আমাদের দেশের কিংবদন্তি তারকা জেমস ভাই গান পরিবেশন করবেন, এটা আমার জন্য অনেক বড় আনন্দের।’
এদিকে, কিছুদিন আগে অস্ট্রেলিয়ার একটি অনুষ্ঠানে অংশ নেন জায়েদ খান। এই সফরে তার সঙ্গে ছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। স্টেজ শোয়ের পাশাপাশি দেশটির বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন জায়েদ খান।
জানা গেছে, ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন’-এ জেমস ছাড়াও সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী কনকচাঁপা, প্রীতম হাসান, সাব্বির জামান, দোলাসহ অনেকে। নেক্সট স্টেজ ইভেন্ট’র আয়োজনে দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানে গাইবেন লন্ডনের প্রবাসী শিল্পীরাও।
শিক্ষাবার্তা ডট কম/জামান/২৪/০৫/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.