নিজস্ব প্রতিবেদক, ঢাক।।
এবার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন আলোচিত শিক্ষক নেতা অধ্যক্ষ ড. মোঃ শাহজাহান আলম সাজু। বাহরাইনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে তাকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অধ্যক্ষ শাহজাহান আলম সাজু স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব। সরকারের একটি সুত্র তার নিয়োগের বিষয়টি শিক্ষাবার্তাকে নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের উর্ধ্বতন এক কর্মকর্তা শিক্ষাবার্তাকে বলেন, অধ্যক্ষ ড. মোঃ শাহজাহান আলম সাজুকে বাহরাইনে পাঠানো হচ্ছে। খুব দ্রুতই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু ব্রাহ্মণবাড়িয়া জেলার মেঘনা বিধৌত আশুগঞ্জ উপজেলার বৈকণ্ঠপুর (বড়তল্লা) গ্রামে এক সম্ভ্রান্ত্র পরিবারে ১৯৬৭ সালের ৩০ জুন জন্মগ্রহণ করেন। শাহজাহান আলম সাজু’র প্রপিতামহ মৌলভী আলী সরকার ছিলেন এলাকার একজন ধনাঢ্য ব্যবসায়ী এবং আশুগঞ্জ বন্দরের অন্যতম প্রতিষ্ঠাতা। জনাব সাজু’র পিতা জনাব সামসুল হক একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকুরে ছিলেন। তিনি বাংলাদেশ রেলওয়েতে কর্মরত ছিলেন।
অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু ঢাকা মহানগর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর ছাত্রলীগের সদস্য, ঢাকা গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের আহবায়ক ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক ও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় কার্যকরী সংসদে দুইবার সদস্য, সিনিয়র যুগ্ম-সম্পাদক ও সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। সৃষ্টিশীল গঠনমূলক ছাত্র রাজনীতিতে অনন্য অবদান রাখায় তিনি ‘পালক’ এ্যাওয়ার্ড লাভ করেন। ২০০৯ সাল থেকে অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব পদে কাজ করছেন।
এক কালের তুখোড় ছাত্রনেতা বর্তমানে শিক্ষক নেতা অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু দেশের শিক্ষার মানন্নোয়নে এবং শিক্ষকদের অধিকার আদায়ের সংগ্রামে গুরুত্ব¡পূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তিনি স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, (বাংলাদেশ বেসরকারি কারিগরি শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি), ওয়ার্ল্ড ফেডারেশন অব টিচার্স ইউনিয়নের প্রথম সেক্রেটারি, শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যতম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন কমিটির সদস্য ছাড়াও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন গুরুত্ব¡পূর্ণ কমিটিতে কাজ করছেন এবং শিক্ষার উন্নয়নে অবদান রেখে চলেছেন। এছাড়াও তিনি- বাংলা একাডেমী, রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, জাতীয় বুদ্ধি প্রতিবন্ধি ফাউন্ডেশন এর আজীবন সদস্যসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।তিনি একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন
শিক্ষাবার্তা ডটকম/জামান/২৭/০৫/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.