নিজস্ব প্রতিবেদক।।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দাখিল পরীক্ষায় শতভাগ ফেল করা সেই চার মাদ্রাসাকে কারণ দর্শানোর শোকজ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
শনিবার (১৮ মে) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামছুল হক স্বাক্ষরিত চিঠিতে ওই সব মাদ্রাসা সুপারদের কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশপ্রাপ্ত মাদ্রাসাগুলো বগুড়া দাখিল মাদ্রাসা, এলংজানী দাখিল মাদ্রাসা, আলহাজ আহমেদ আলী দাখিল মাদ্রাসা ও বড় কোয়ালিবেড় দাখিল মাদ্রাসা।
উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম শামছুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, দাখিল পরীক্ষায় শতভাগ ফেল করায় ওই সব মাদ্রাসাকে শোকজ করা হয়েছে। আগামী ২৬ মে দুপুরের মধ্যে সংশ্লিষ্ট মাদ্রাসার সুপারকে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। সুপাররা সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে।
উল্লেখ্য, এ বছর দাখিল পরীক্ষায় বগুড়া দাখিল মাদ্রাসা থেকে ১৫ জন, এলংজানী মাদ্রাসা থেকে ১২ জন, আলহাজ আহমেদ আলী মাদ্রাসা থেকে ১৪ জন এবং বড় কোয়ালিবেড় মাদ্রাসা থেকে ১২ জন দাখিল পরীক্ষায় অংশ নেয়। কিন্তু এসব মাদ্রাসার সব শিক্ষার্থীই ফেল করে।
শিবা/জামান/১৮/০৫/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.