এইমাত্র পাওয়া

টাঙ্গাইলে এসএসসিতে জিপিএ-৫ পেলো জমজ দুইভাই তমাল-হিমেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জেলার গোপালপুরের সূতী ভি.এম. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে জমজ দুই ভাই ইমতিয়াজ রহমান তমাল ও ইশতিয়াক রহমান হিমেল।

দুই ভাই বিজ্ঞান বিভাগের ছাত্র। ইমতিয়াজ রহমান তমলের প্রাপ্ত নম্বর-১১৪৮ আর ইশতিয়াক রহমান হিমেলের প্রাপ্ত নম্বর-১১৫৭।

তারা গোপালপুর উপজেলার  মেইনরোড সংলগ্ন লাফী টেলিফোন এলাকার মতিয়ার রহমান ও তাহমিনা আকতার দম্পতির সন্তান। বাবা মতিয়ার রহমান একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন, মা তাহমিনা আকতার শিক্ষকতা করেন।

জানা গেছে, জমজ দুই ভাই ইমতিয়াজ রহমান তমাল ও ইশতিয়াক রহমান হিমেল ছোট বেলা থেকেই মেধাবী শিক্ষার্থী। তারা পিএসসিতেও জিপিএ ৫ প্রাপ্ত এবং সরকারী বৃত্তি পেয়েছিলেন।

দুই ভাইয়ের স্বপ্ন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করার। মানবিক মানুষ হয়ে দেশ সেবা করতে চায় তারা। দুই যমজ ভাই তার বিদ্যালয়ের সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জমজ দুই ছেলের বাবা মতিয়ার রহমানবলেন, আমি চাই আমার ছেলেরা মানুষের মতো মানুষ যেন হয়। তাদের স্বপ্ন ও আশা পূরণে আমি সর্বাত্মক সহযোগিতা করবো। তারা যেন দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে পারে এটিই আমার প্রত্যাশা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.