Breaking News

সিলেটের বৃষ্টি ‘ছড়িয়ে পড়বে’ সারাদেশে

ঢাকাঃ দেশের বিস্তৃর্ণ অঞ্চল জুড়ে তীব্র গরম থেকে সাময়িক মুক্তির কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সিলেটে শুরু হওয়া বৃষ্টি দু’একদিনের মধ্যে দেশজুড়ে ছড়িয়ে পড়বে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান।

তিনি বলেন, দু’একদিনের মধ্যে বৃষ্টি শুরু হবে এবং তাপমাত্রা কমিয়ে আনবে। এরই মধ্যে সিলেটে বৃষ্টি শুরু হয়েছে। সেখান থেকে সারাদেশেই ছড়িয়ে পড়বে। তখন তাপমাত্রাও কমে যাবে।

মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে সাত মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে সিলেট অঞ্চলে শুরু হয় হালকা ও মাঝারি বৃষ্টি। সঙ্গে ছিলো দমকা হাওয়া। সারাদেশে বয়ে যাওয়া তাপপ্রবাহের মধ্যে এমন বৃষ্টি জনজীবনে স্বস্তি এনে দিয়েছে। গত কয়েকদিন ধরে তীব্র গরমের মধ্যে সিলেটে একপশলা বৃষ্টি হচ্ছে।

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে সবচেয়ে দীর্ঘ সময়ের অতি তীব্র তাপপ্রবাহ। এপ্রিলের শুরু থেকেই রাজশাহী বিভাগ দিয়ে তাপপ্রবাহ শুরু হয়। পরে তা সারাদেশেই ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও রূপ নেয় অতি তীব্র তাপপ্রবাহে।

এরমধ্যে দেশের ইতিহাসে গত ৫২ বছরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মঙ্গলবার। এদিন যশোরে পারদ উঠেছে ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস পূর্বাভাসে আগে থেকেই বলছিলো মে মাসের শুরুর দিকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হবে।

মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

চলমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় প্রশমিত হবে বলেও পূর্বভাসে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার তাপপ্রবাহের তীব্রতা হ্রাস পেতে পারে এবং কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। এছাড়া চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে হতে পারে।

বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে সারাদেশে বৃষ্টি.বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বিস্তার লাভ করতে পারে।

শিক্ষাবার্তা ডটকম /এএইচএম/৩০/০৪/২০২৪

Check Also

তিন বছরে উচ্চ শিক্ষা সম্পন্ন করা প্রায় ১৯ লাখ শিক্ষার্থীর অধিকাংশই বেকার

ঢাকাঃ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে গত তিন বছরে (২০২১-২৩) উচ্চ শিক্ষা সম্পন্ন করেছেন …