এইমাত্র পাওয়া

এই গরমে যেভাবে ঠান্ডা রাখবেন আপনার মোবাইল ফোন

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ তাপপ্রবাহ প্রতিদিনই রেকর্ড পার করছে। বাইরে কাজ করা হয়ে পড়েছে ভীষণ কঠিন। তবুও নিত্যপ্রয়োজনে বাইরে যেতেই হচ্ছে। এই সময়ে অসহনীয় গরমের মধ্যে উত্তপ্ত হয়ে উঠছে দৈনন্দিন প্রয়োজনের গুরুত্বপূর্ণ সঙ্গী মোবাইল ফোনও। তাই জেনে নেওয়া যাক, তাপপ্রবাহের দিনে মোবাইল ফোন ঠান্ডা ও নিরাপদ রাখার কিছু টিপস।

সরাসরি সূর্যের আলোর বাইরে রাখুন: মোবাইল ফোনে সরাসরি সূর্যের আলো পড়লে বা ঘরের মধ্যে রেখে দিলে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ বা আগুন ধরে যেতে পারে। তাপমাত্রা খুব বেশি হলে কভারের কারণেও ফোন অতিরিক্ত গরম হতে পারে। এছাড়া ফোনের ওপর বেশি চাপ পড়লেও তা গরম হয়ে যায়।

আলো কমিয়ে রাখুন: স্ক্রিনের আলো যত বেশি হবে, ব্যাটারি তত বেশি শক্তি ব্যবহার করবে। আর তাতে ফোন বেশি উত্তপ্ত হবে। তাই ফোনের আলো কমিয়ে রাখুন। আর ঘরের বাইরে থাকার সময় মোবাইল ফোন ব্যবহার করার প্রয়োজন হলে ছায়া জায়গায় যান। তারপর এটি দেখুন।

অতিরিক্ত ব্যবহার কমান: অনেকেই ফোন অতিরিক্ত ব্যবহার করেন। গেম খেলেন, ব্লুটুথসহ নানা ডিভাইস ব্যবহার করেন। হটস্পট শেয়ার করেন। এসব করতে গেলে মুঠোফোন অতিরিক্ত গরম হতে পারে। তাই একসঙ্গে একাধিক কাজ করে অতিরিক্ত ব্যবহার করবেন না।

পাওয়ার-সেভিং চালু করুন: পাওয়ার-সেভিং চালু করলে অপ্রয়োজনীয় অ্যাপগুলো সাময়িক বন্ধ থাকে, ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করে, আলো কমিয়ে দেয় ও দ্রুত স্ক্রিন লক হয়ে যায়। এতে ব্যাটারির ওপর চাপ কমে।

কভার ফেলে দিন: আমরা অনেকেই আমাদের স্মার্টফোনে প্লাস্টিকের ব্যাক কভার ব্যবহার করতে পছন্দ করি। এটি ফোনের সুরক্ষায় কাজেও দেয়। বাড়ায় সৌন্দর্য। তবে এই কভারের কারণে তাপ আটকে থাকে। ফলে আপনি যদি মনে করেন, আপনার মুঠোফোন সত্যিই খুব দ্রুত গরম হয়ে যাচ্ছে, তাহলে এখনই কভার ফেলে দিন। তাতে ফোন নিজে নিজেই তাপ কমিয়ে নেবে।

অতিরিক্ত চার্জ: অনেকেই সারাদিন ফোন ব্যবহার করেন এবং সারারাত ফোন চার্জে বসিয়ে রাখেন; যা একেবারই উচিত নয়। ব্যাটারি নষ্টের আরেকটি কারণ অতিরিক্ত চার্জ দেওয়া। এতে ফোন বিস্ফোরিত হতে পারে। ব্যাটারি ১০০% চার্জ হয়ে গেলেই তা চার্জার থেকে খুলে রাখা বাধ্যতামূলক।

ভালো চার্জার ব্যবহার: ফোন বিস্ফোরণের আরেকটি কারণ হচ্ছে নিম্নমানের চার্জার ব্যবহার। নতুন চার্জার কেনার সময় অধিকাংশই খরচ বাঁচিয়ে কম দামে চার্জার কেনেন; যা ফোনের জন্য অত্যন্ত ক্ষতিকর। অবশ্যই ভালো কোম্পানির চার্জারই কিনুন। এতে আপনার মোবাইল ফোন অনেক দিন সুরক্ষিত থাকবে।

খারাপ ব্যাটারি পরিহার: মোবাইল ফোনের ব্যাটারি পুরোনো বা ক্ষতিগ্রস্ত হলে তাতে আগুন লাগার আশঙ্কা বাড়ে। যদি মনে হয় স্মার্টফোনের ব্যাটারিতে কোনো সমস্যা আছে বা সেটি ফুলে গেছে তাহলে এই গরমে দ্রুত সার্ভিস সেন্টারে গিয়ে তা পরীক্ষা করুন। তা না হলে স্মার্টফোন বিস্ফোরণের ঝুঁকি থেকে যায়।

পানিতে চুবিয়ে-বরফে ডুবিয়ে মুঠোফোন ঠান্ডা করবেন না: ফোন পানি প্রতিরোধী হলেও গরম থেকে ঠান্ডা করতে এটিকে পানিতে চোবাবেন না। এমনকি ফ্রিজ বা কুলারের ভেতরেও রাখা যাবে না। মনে রাখবেন, বেশিরভাগ স্মার্টফোনের নিজেরই তাপ কমানোর পদ্ধতি রয়েছে। তাই মোবাইল ফোন কম ব্যবহার করুন। অপ্রয়োজনে ব্যবহার বন্ধ করুন। তাহলেই এটি ভালো রাখা সম্ভব।

শিক্ষাবার্তা ডটকম /এএইচএম/৩০/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.