জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে লেখা আহবান

নিজস্ব প্রতিবেদক।।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন ও প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ প্রদান উপলক্ষে স্মরনিকা প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ জন্য ছড়া, কবিতা, ছোট গল্প ও প্রবন্ধ আহবান করা হয়েছে। অধিদপ্তরের উপপরিচালক (সংস্থাপন) মো. ইমামুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন ও প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ প্রদান অনুষ্ঠান উপলক্ষে স্মরনিকা প্রকাশের সিদ্ধান্ত রয়েছে। স্মরনিকা প্রকাশের জন্য মাঠ ও অধিদপ্তর পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিকট হতে ছড়া, কবিতা, ছোট গল্প ও প্রবন্ধ (৩০০ শব্দের মধ্যে) সংগ্রহ করা হবে।

এ স্মরণিকা প্রকাশের জন্য ছড়া, কবিতা, ছোট গল্প ও প্রবন্ধ আগামী ৫ মে’র মধ্যে হার্ডকপি সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) বরাবর পাঠাতে হবে। আর সফটকপি adgeneraldpe@gmail.com ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

শিবা/জামান/৩০/০৪/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

ঋণের সুদহার আরো বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশে উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে নীতি সুদহার বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। …