Breaking News

তাপদাহে বন্ধ থাকা চবিতে সশরীরে ক্লাস শুরু মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক, চবিঃ  তীব্র দাবদাহ উপেক্ষা করেই আগামী ৩০ এপ্রিল থেকে যথারীতি ক্লাস কার্যক্রম ও পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।

গতকাল (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও ডিনদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী বলেন, সিন্ডিকেট ও ডিনদের নিয়ে আলোচনা সভায় আগামী ৩০ এপ্রিল থেকে পুনরায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্যরা।

এর আগে চলতি মাসের ২১ এপ্রিল তীব্র তাপদাহকে বিবেচনায় এনে ২২ ই এপ্রিল থেকে শতভাগ ক্লাস অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয়টি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি অধ্যাপক বেলাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. বেলাল …