শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ দেশের সরকারি ২৪ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে। আগামী ১ মে এই ইউনিটের ফল প্রকাশের কথা রয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী পহেলা মে ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হবে। আশা করছি, দিনের প্রথম ভাগেই ফল প্রকাশিত হবে।
এর আগে দেশের দেশের ২২ কেন্দ্রে একযোগে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে একযোগে চলে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এছাড়া বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলে একই ইউনিটের আর্কিটেকচারের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.