Breaking News

তাপপ্রবাহের তীব্রতা কমাতে ববির হল কর্তৃপক্ষের ভিন্নধর্মী উদ্যোগ

তানজিদ শাহ জালাল ইমন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:  একটানা তাপপ্রবাহে যারপরনাই নাকাল হয়ে পড়েছে দক্ষিণের জনপদ বরিশালের মানুষ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেন বেড়েই চলছে।

বাইরে আগুনে পোড়া গরমে জীবন দুর্বিষহ হয়ে দিশেহারা হয়ে পড়েছে মানুষ। তাপপ্রবাহের তীব্রতার বাইরে নেই শিক্ষার্থীরা ও। বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস চালু থাকলেও অধিকাংশ শিক্ষার্থী অবস্থান করছে বিশ্ববিদ্যালয়ের হলে। আর শিক্ষার্থীদের কথা মাথায় রেখে তাপপ্রবাহের তীব্রতা কমাতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে ববির শেরে বাংলা হল কতৃপক্ষ। তাপমাত্রার তীব্রতা কমাতে  হলের ছাদে পানি জমা করে ঠান্ডা রাখার চেষ্টা করা হচ্ছে।

শেরে বাংলা হলের আবাসিক শিক্ষার্থী রিংকু হোসেনের জানান, ছাদের নিচ তলায় অবস্থান করায় তীব্র তাপে অসহ্যকর অবস্থার সৃষ্টি হয়। অন্য দিনের তুলনায় আজ তুলনামূলক গরম কম লাগছে।

ববির শেরে বাংলা হলের প্রাধ্যক্ষ ড. আবদুল বাতেন চৌধুরীর জানান, শিক্ষার্থীদের জন্যই আমরা। হলে অবস্থানরত শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই আমরা এমন উদ্যোগ নিয়েছি।

উল্লেখ্য, তীব্র দাবদাহের কারণে গত ২২ এপ্রিল (সোমবার) থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস অনলাইনে এবং পরীক্ষাসমূহ যথারীতি স্বশরীরে নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু, ঈদের ছুটি শেষ হওয়ায় অধিকাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় এলাকা ও হলে অবস্থান করছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

জার্মানির আউসবিল্ডুং: সুযোগ-সুবিধা কী, আবেদন পদ্ধতি কেমন

ঢাকাঃ পরিবেশবান্ধব, তথ্যপ্রযুক্তি এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে ক্রমশ এগিয়ে শেনজেন ভুক্ত দেশ জার্মানি। ফলে …