নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সারা দেশে তীব্র তাপপ্রবাহের জন্য এক সপ্তাহ অনলাইনে ক্লাস চলার পর তাপমাত্রা না কমায় এবার অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। তবে বিভিন্ন বিভাগের সেমিস্টার পরীক্ষাগুলো সুবিধাজনক সময়ে সশরীরে নিতে পারবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, তাপমাত্রা না কমায় অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শুধুমাত্র সেমিস্টার পরীক্ষাগুলো সুবিধাজনক সময়ে সশরীরে নিয়ে নেবে বিভাগগুলো।
মিড পরীক্ষার বিষয়ে প্রক্টর জাহাঙ্গীর বলেন, মিড পরীক্ষা তো যেকোনো সময় রিসিডিউল করে নেওয়া যাবে, তাই এই মুহূর্তে সশরীরে সেমিস্টার পরীক্ষাগুলো নেওয়া হবে। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ হবে।
বাস চলাচল নিয়ে পরিবহন প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক আজকের পত্রিকাকে বলেন, এখনো নোটিশ পাইনি। তবে পরীক্ষা সশরীরে চললে তো বাসও চলবে। নোটিশ পেলে আমরাও পরিবহন দপ্তর থেকে নোটিশ দিয়ে জানিয়ে দিব।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.