নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহঃ প্রচণ্ড তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীদের নানাবিধ শারীরিক সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কর্তৃপক্ষ। এ সময় তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষাগুলোয় উপস্থিত হতে হবে সশরীর।
গতকাল সোমবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের সভাকক্ষে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডিন কাউন্সিলের সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ছাজেদা আখতার বলেন, ২৩ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত অনলাইনে চলবে ক্লাস।
ছাজেদা আখতার বলেন, প্রবহমান প্রচণ্ড দাবদাহের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরীক্ষা চলমান রেখে শুধু ক্লাসগুলো অনলাইনে নেওয়ার জন্য সুপারিশ করেছেন ডিন কাউন্সিলের সদস্যরা। তবে সব পরীক্ষা যথারীতি চলবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এমদাদুল হক চৌধুরী বলেন, ‘প্রচণ্ড তাপপ্রবাহের কথা বিবেচনা করে ২৩ থেকে ২৫ এপ্রিল প্রতিদিনের ক্লাসগুলো অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি পরিস্থিতির অবনতি হয়, অর্থাৎ এই তাপপ্রবাহ চলমান থাকে, সে ক্ষেত্রে প্রশাসন এই কার্যক্রমকে আরও বর্ধিত করবে। অন্যথায় ক্লাস আবারও পূর্বের ন্যায় সশরীর হবে।’
এর আগের দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রচণ্ড গরমের কারণে অনলাইনে ক্লাস নেওয়ার কথা জানিয়েছে।
দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে আবহাওয়া অধিদপ্তরের জারি করা ‘হিট অ্যালার্ট’ বা তাপপ্রবাহের সতর্কবার্তার সময় আরও তিন দিন বাড়ানো হয়েছে। গতকাল সকালে আবহাওয়া অধিদপ্তর আগামী ৭২ ঘণ্টার জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে। এর তিন দিন আগে দ্বিতীয় দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয় ১৯ এপ্রিল। গত রোববার ২৬ দিনের বন্ধ শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিল। কিন্তু তাপপ্রবাহের কারণে তা বন্ধ করে দেওয়া হয়। এখন নতুন ঘোষণা অনুযায়ী, ২৮ এপ্রিল থেকে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.