ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: এক দিনে প্রশাসনের তিন পদে রদবদল

ঢাকাঃ এক দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রশাসনের তিন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও দুটি হলের প্রভোস্ট পদে এ পরিবর্তন আনা হয়।

রবিবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদের সই করা আলাদা তিনটি বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

১৯ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের। তিনি দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে পরিবর্তনের ঘটনা এটিই প্রথম। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্র বলছেন, প্রশাসনের অন্যান্য পদেও ধাপে ধাপে পরিবর্তন আসবে। খুব দ্রুতই পরিবর্তন আসতে পারে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ‘রেজিস্ট্রার’ পদেও।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক ড. নূরুল আজিম সিকদারকে সরিয়ে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলমকে। এ ছাড়া প্রীতিলতা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবদুল্লাহ মামুনকে সরিয়ে জিনপ্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. লায়লা খালেদাকে এবং এএফ রহমান হলের প্রভোস্ট এসএম মোয়াজ্জেম হোসেনকে সরিয়ে হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলী আরশাদ চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়।

উল্লিখিত এ তিনজনকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা, অন্যান্য সুবিধাসহ আগামী এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

ববি শিক্ষক জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর

তানজিদ শাহ জালাল ইমন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী …