এনইউ: অনার্স ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার রুটিন পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই)  জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান সাক্ষরিত পরিবর্তিত সময়সূচি প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়।

এর আগে প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ১৯ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে ৬ জুন পর্যন্ত চলার কথা ছিল।

তবে পরীক্ষার্থীদের অভিযোগ, এ পরীক্ষার রুটিনে প্রতিটি বিষয়ের পরীক্ষার মাঝে মাত্র এক দিনের গ্যাপ রয়েছে। তারা এই রুটিন মানেন না। এ রুটিন পরিবর্তন করতে হবে। তাদের প্রতিটি পরীক্ষার মাঝে অন্তত ২ থেকে ৩ দিন বিরতির দাবিতে আন্দোলনও করা হয়।

এদিকে, পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে বৃহস্পতিবার এই বর্ষের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৯ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা, যা ২৭ জুন পর্যন্ত চলবে। প্রকাশিত এই রুটিনে প্রত্যেক পরীক্ষার মাঝে কমপক্ষে দুই থেকে তিন দিন বিরতি দেয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

বাতিল হওয়া এইচএসসির পরীক্ষার ফল হবে শুধু এসএসসির নম্বরের ভিত্তিতে

ঢাকাঃ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতে অবশেষে শিক্ষা মন্ত্রণালয় থেকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে …